Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

০৭ (সাত) টি ইউনিয়ন বিশিষ্ট তাড়াইল উপজেলা। এটি ২৪ ডিগ্রী ৩১ মিনিট হতে ২৪ ডিগ্রী ৩৯ মিনিট উত্তর উত্তর অক্ষাংশে এবং ৯০ ডিগ্রী ৪৮ মিনিট হতে ৯০ ডিগ্রী ৫৯ মিনিট পূর্ব দার্ঘ্রিমাংশে অবস্থিত। এর দক্ষিণ দিকে নরসুন্দা পূর্বে বিলুপ্ত ফুলেশ্বরী পশ্চিমে সূতী নদী থাকায় বর্ষাকালে নদী বন্দর হিসেবে ব্যবহৃত হয়। এ উপজেলার আয়তন প্রায় ১৩৯.৯৯ বর্গ কিলোমিটার। উত্তরে নেত্রকোণা জেলার কেন্দুয়া ও মদন, উপজেলার পূর্বে ইটনা, দক্ষিণে করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর ও পশ্চিমে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। ১৯৮৩ সনে এটি মান উন্নীত থানা হিসেবে আত্ম প্রকাশ করে। জনাব এ, ছালাম অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত), ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ২রা জুলাই, ১৯৮৩ সনে বেলা ১১.০০ টায় এ উপজেলা শুভ উদ্বোধন করেন। প্রথম থানা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন জনাব কে,এম আখতার হামিদ। পরবর্তীতে থানা নির্বাহী অফিসার হিসেবে সুলতান আলম দায়িত্ব পালন করেন।

 

যোগাযোগ ব্যবস্থাঃ ঢাকা হতে তাড়াইল উপজেলায় বাসযোগে আসা যায়। ঢাকা-তাড়াইল রুটে চলাচলকারী বাসগুলো হচ্ছেঃ বিআরটিসি, .......পরিবহন ইত্যাদি।