তাড়াইল উপজেলা কিশোরগঞ্জ জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানী গুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। এর উত্তরে কেন্দুয়া-মদন, পূবে ইটনা, দক্ষিণে করিমগঞ্জ ও পশ্বিমে নান্দাইল-কিশোরগঞ্জ সদর উপজেলা। ০৭ (সাত) টি ইউনিয়ন বিশিষ্ট তাড়াইল উপজেলা। এটি ২৪ ডিগ্রী ৩১ মিনিট হতে ২৪ ডিগ্রী ৩৯ মিনিট উত্তর উত্তর অক্ষাংশে এবং ৯০ ডিগ্রী ৪৮ মিনিট হতে ৯০ ডিগ্রী ৫৯ মিনিট পূর্ব দার্ঘ্রিমাংশে অবস্থিত। বর্তমান সরকারের নির্বাচনী ইসতেহার এর অন্যতম দিক হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তথা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অধিকতর সুখি, সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে দিন বদল ঘটানো। সে লক্ষ্য অর্জনের নিমিত্তে তাড়াইল উপজেলাকে ডিজিটল করার জন্য এক বৃহৎপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উপজেলার ডিজিটাল কর্মযজ্ঞকে ডিজিটাল গভর্নেন্স, ইউনিয়ন ই- গভর্নেন্স, ই-ট্রান্সপারেন্সি এবং ই-ইকুইটি, ডিজিটাল লার্নিং, ডিজিটাল তথ্য ভান্ডার এবং ডিজিটাল ভূমি প্রশাসন এই ৬টি বৃহৎট্রাকে সাজানো হয়েছে। এই ডিজিটাল তথ্য ভান্ডারের গুরত্বপূর্ণ কম্পোমেন্ট হিসেবে উপজেলার ওয়েবসাইট খোলার পরিকল্পনা নেয়া হয়েছে। এই ওয়েবসাইট বা তথ্য বাতায়নে তাড়াইল উপজেলার সকল তথ্য তথা সকল সরকারি অফিসের কর্মকান্ড, সিটিজেন চার্টার, ইউনিয়ন পরিষদ, ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি সকল বিষয় সন্নিবেশ করা হয়েছে। তাড়াইল উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য্য এবং ঐতিহাসিক নিদর্শনের একটি উপজেলা। এই বিষয় গুলোর সচিত্র প্রতিবেদন এখানে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে তাড়াইল উপজেলার পোর্টাল অগ্রনী ভূমিকা পালনে সক্ষম হবে বলে আমি মনে করি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত তাড়াইল গড়াই আমাদের সকলের লক্ষ্য।
মিজ লুবনা শারমীন উপজেলা নির্বাহী অফিসার তাড়াইল, কিশোরগঞ্জ।