উপজেলা পরিষদের চেয়ারম্যানর দায়িত্ব ও কর্তব্য :
আইনের বিধানাবলীকে ক্ষুন্ন না করিয়া চেয়ারম্যান নিম্ন বর্ণিত দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন, যথা:-
১. পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করিবেন;
২. পরিষদের সকল সভায় সভাপতিহ্ব করিবেন এবং উহাতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন;
৩. পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তত্বাবধান করিবেন;
৪. পরিষদে ন্যাস্তকৃত বা প্রেষণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ব্যাতীত , পরিষদের কর্মকর্তা- কর্মচারী নিয়োগ ও তাহাদের বিরুদ্ধে, প্রয়োজনে ,শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন;
৫.পরিষদের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত প্রস্তাব এবং প্রকল্প ,পরিষদের পক্ষে, প্রস্তুত করিবার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করিবেন;
৬. ধারা ৩ এর অধীন ঘোষিত উপজেলা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষন করিবেন;
৭. ধারা ৩০ এর বিধান সাপেক্ষে পরিষদেরনামে সম্পাদিত সকল চুক্তি স্বাক্ষর করিবেন এবং একই ধারার উপ-ধারা (২) এবং(৩) এর বিধান অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন;
৮. ধারা ৪৪ এবং চতুর্থ তফসিল এর ক্রমিক ৬ এর বিধান সাপেক্ষে পরিষদের আওতাধীন বিভিন্ন ব্যাবসা, বৃত্তি ও পেশার উপর পরিষদ কতৃক প্রদেয় লাইসেন্স ওপারমিট ইস্যু করিবেন;
৯. ধারা ৫৯ এবং পঞ্চম তফসিল এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন অপরাধ সংক্রান্ত কোন অভিযোগ প্রত্যাহার বা অভিযুক্ত ব্যাক্তির সহিত আপোষ নিষ্পত্তির লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবেন;
১০.ধারা ৬৫ এর বিধান সাপেক্ষে সরকার কতৃক , সময় সময় , অর্পিত বা সকল বা যে কোন কার্য সম্পাদন করিবেন;
১১.ধারা ৬৬ এর বিধান বাস্তবায়নের লক্ষ্যে পরিষদের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা করিবার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন;
১২. আইনের দ্বিতীয় তফসিলে নির্ধারিত পরিষদের কার্যাবলী বাস্তবায়ন, বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যাদির অগ্রগতি পর্যালোচনা এবং ভাইস চেয়ারম্যানের উপর ন্যস্তকৃত দায়িত্ব তদারকি ও মনিটর করিবেন;
১৩. এই আইনের অধীন তাঁহার উপর অর্পিত সকল বা যে কোন দায়িত্ব পালন করিবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস