অধিকার আদায়ে বীরদর্পে গর্জে ওঠা বা আন্দোলনে ঝাপিয়ে পড়া বাঙালি জাতির পুরানো ইতিহাস। বাঙালি জাতির ইতিহাসে আন্দোলন, লড়াই একটি বড় ঐতিহ্য। তারই ধারাবহিকতায় ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানীদের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধে মেতে উঠেছিল বাঙালীরা।
বাংলাদেশ আবিচ্ছেদ্য অংশ কিশোরগঞ্জের স্বাধীন চেতা জনগোষ্ঠী ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিতাসিক ভাষণের সারংশ শুনেই অনুধাবন করতে পেরেছিল তাদের স্বাধীনতার জন্য যুদ্ধে যেতে হবে। তাই মুক্তিযুদ্ধের জন্য কিশোরগঞ্জবাসীকে প্রস্তুতি গ্রহণে বেশি সময় ব্যয় হয়নি। ৭ মার্চ এর পর থেকেই কিশোরগঞ্জের প্রত্যেক থানা শহরগুলোতে যুদ্ধে যাবার জন্য যুব সমাজ উদগ্রীব হয়ে ওঠে। প্রতিদিন থানা পর্যায়ে গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষ সশস্ত্র মিছিল করে আসতে থাকে। কিশোরগঞ্জ শহরসহ থানা শহরগুলোর রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষগুলোও নীতি নির্ধারণের কাজ শুরু করে দেয়। .............................................................................................................................................................
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস